রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নিঃশর্ত মুক্তি দাবিতে ময়মনসিংহে মানববন্ধন পালন করেছে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা ও সনাতন ধর্মাবলম্বীরা।
এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সনাতনী জাগরণ মঞ্চ,ময়মনসিংহ,ইসকন ময়মনসিংহ,হিন্দু মহাজোট সহ বিভিন্ন সনাতন সংগঠনের ডাকে এই মানববন্ধন করা হয়। ময়মনসিংহের টাউনহল র্যালী বের হয়ে গঙ্গিনারপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এসে অবস্থান নিয়ে মানববন্ধন করেন সনাতনীরা। এসময় সনাতনী বক্ততারা বলেন মিথ্যা মামলা দিয়ে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছে। আমরা তার নিঃশার্ত মুক্তি চাই এবং যত দ্রুত সম্ভব ৮ দফা মেনে নেয়ার দাবী জানাচ্ছি। এছাড়াও তারা আরোও বলেন নিঃশার্ত মুক্তি না দিলে এর থেকেও বড় মানববন্ধনের আয়োজন করবে তারা।