বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মনিটরিং বিভাগের প্রধান মো. আ. ছাত্তার গাজীর মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি করা হচ্ছে। তার নম্বর থেকে নম্বর থেকে বিভিন্ন জনের মোবাইলে ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হচ্ছে। খুব জরুরি দরকার উল্লেখ করে ৩০ হাজার টাকা চেয়ে একটি পার্সোনাল বিকাশ নম্বরও দিয়েছে হ্যাকার গ্রুপটি। তার পরিচিত সব নম্বরে ম্যাসেজ দিয়ে ওই টাকা চাওয়া হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে এ কর্মকর্তার মোবাইল নম্বরটি হ্যাক হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করেন।
আ. ছাত্তার গাজী দৈনিক আজকের বাংলাকে বলেন, ইদানিং একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। মোবাইল নম্বর হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে। এতে বিব্রতকর অবস্থা সৃষ্টি হচ্ছে। আমার মোবাইল নম্বর থেকে বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিত সবাইকে মেসেজ দিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হয়। এ চক্রটিকে গ্রেপ্তার করা হোক।
প্রতারক চক্রটির ধারণা, হয়তো অনেকে ভুল করে টাকা পাঠিয়েও দিতে পারেন।
প্রযুক্তিবিদরা বলছেন, ফোন হ্যাকিং থেকে বাঁচতে মালিসিয়াস অ্যাপ্লিকেশন এড়িয়ে চলা, ফিশিং সাইট এড়িয়ে চলা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা, মোবাইল অ্যাপস ব্যবহারে সতর্কতা অবলম্বন, বিশ্বস্ত ব্রাউজার ব্যবহার করা, অটো লগইন মোড অন না করা দরকার।