বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

পেট্রোল পাম্পের সংস্কার করে পুনরায় চালুর দাবি

নাজমুল আদনান, ঘাটাইল (টাঙ্গাইল)

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ০৯:১১ পিএম

পেট্রোল পাম্পের সংস্কার করে পুনরায় চালুর দাবি

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের মালিকানাধীন পেট্রোল পাম্প এখন শুধু এক ধংসস্তূপ। গত ৪ আগস্ট (রোববার) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটেছিল। স্থানীয় লোকজন জানান, এই পেট্রোল পাম্প এলাকার অনেক লোকজন চাকরি করত এবং পাম্পকে কেন্দ্র করে আশপাশে স্থানীয় লোকজন বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। কিন্তু এখন এই জায়গাটা এক ভূতুড়ে এলাকায় পরিণত হয়েছে। এলাকার স্থানীয় লোকজন এই পাম্পের সংস্কার করে পুনরায় চালু হওয়ার জোর দাবি জানিয়েছে।