বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

বাংলাদেশ জামাতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য সর্বত্র চেষ্টা চালাতে হবে

আর.এ.জাবেদ  ফেনী

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

বাংলাদেশ জামাতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য সর্বত্র চেষ্টা চালাতে হবে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখা ১৬নং ওয়ার্ড (উওর) মহিপাল তৌয়বিয়া মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অএ অনুষ্ঠান পরিচালনা করেন মহিপাল ইউনিট এর সভাপতি হাকীম মোঃরায়হান উল্যা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ডের শুরা ও কর্মপরিষদের সম্মানিত সদস্য মোঃ শহিদ উল্ল্যাহ , প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা মজলিস শুরার অন্যতম সদস্য ফেনী জেলা সহ-সেক্রেটারী এডভোকেট জামাল উদ্দিন। 
 বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী শহর শাখার নব-নির্বাচিত আমীর ইঞ্জিনিয়ার  নুজরুল ইসলাম টিপু ,শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান, ফেনী জেলা মজলিস শুরা সদস্য  শহর শুরা ও কর্ম-পরিষদের সম্মানিত সদস্য ১৬নং ওয়ার্ডের আমীর মাও.শামসুদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহিপাল সরকারি কলেজের সম্মানিত সভাপতি আব্দুল আহাদ, মহিপাল পানি উন্নয়ন বোর্ড ইউনিট এর সভাপতি হাকীম আব্দুল্লাহ আল-হেলাল, সহ-সভাপতি এস.এম. সালাউদ্দীন,ইসলামী ব্যাংক ইউনিটের সভাপতি মোঃ ওয়াজী উল্যাহ, মহিপাল প্লাজা ইউনিটের সভাপতি হাফেজ বাহার উদ্দিন, হলি ক্রিসেন্ট ইউনিটের সভাপতি শাখাওয়াত উল্যাহ, ফেনী কমিউনিটি সেন্টার ইউনিটের সভাপতি কাউসার হামিদ ও অন্যান্য ইউনিটের দায়িত্বশীলবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী শহর শাখার নব-নির্বাচিত আমীর ইন্জিনিয়ার নুজরুল ইসলাম টিপু বক্তব্যে বলেন - কখনো কি শুনেছেন জামাতে ইসলামী দুই পক্ষের কখনো মারামারি হয়েছে, পদ পদবীর জন্য সংঘর্ষ হয়েছে। জামাতে ইসলামী কখনো দল থেকে টাকা নেয় না বরং টাকা দিয়ে দল করে। বাংলদেশ জামাতে ইসলামীর কাছে এদেশের অর্থনীতির, জান মাল সবেই নিরাপদ। এজন্য বাংলাদেশ জামাতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য সর্বত্র চেষ্টা চালাতে হবে তৃণমূলে কাজ করতে হবে।