বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

শাহজাদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে সভা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

শাহজাদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে সভা

 


 সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই-আগষ্টে ছাত্র  জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে ইউনিসেফ শাহজাদপুর উপজেলা সমন্বয়ক আব্দুল হালিমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মুসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.শারমিন আলম,মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান,উপজেলা বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন হিরু,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,জামায়াতে ইসলামী বাংলাদেশ এর শাহজাদপুর উপজেলা আমীর মিজানুর রহমান,পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ,উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার,শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন ও সাধারণ সম্পাদক আলআমিন হোসেন,থানার ওসি (অপারেশন) আবু সাইদ প্রমুখ।

সভায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহজাদপুরের ৩জন নিহত, ২৫ জন আহত হয়েছিল। 

এম এ হান্নান 
শাহজাদপুর সিরাজগঞ্জ