চট্রগ্রামে এডভোকেট সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেঝের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি মেঘুলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় মালিকান্দা কলেজের সামনে এসে
সংক্ষিপ্ত সভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিতি ছিলেন মেঘুলা বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুর কাদির জিলানী, মাওলানা সাইফুর রহমান, মেঘুলা
বাজার সমিতির সাবেক সভাপতি কাজী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক বাহালুল শিকদার, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের অধক্ষ্য মো. জসিম, নুর ইসলাম মোল্লা,
আকমল খান সহ স্থানীয় ৭ শতাধিক লোকজন। এ সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করারা দাবি জানান। মিছিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।