বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

কুমিল্লায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

কুমিল্লায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

জেলায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়াস্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ সভার আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান। সভায় বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রাফিউল ইসলাম, প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর মো. জহিরুল হক স্বপন, আন্দোলন অংশ নেয়া আহত রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষ ছাত্র সাইফুল ইসলাম মাহিন, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তামিম হোসেনসহ অন্যরা। সভায় বক্তারা শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ এবং আহতদের স্মরণে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।