বাংলাদেশ খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির দ্বি বার্ষিক সাধারন নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম নগরীর বড়পোলস্থ আবদুল্লাহ কমিউনিটি সেন্টারে সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আবু হেনা মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি প্রার্থী জহরুল হক দুলালের সঞ্চলনা এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচনে
সভাপতি প্রার্থী মেসার্স জয় কন্সট্রাকশনের স্বতাধিকারী সৈয়দ মাহমুদুল হক, সাধারন সম্পাদক পদপ্রার্থী মেসার্স শিউলী এন্টারপ্রাইজ স্বতাধিকারী মোঃ সাহাবউদ্দিন, সিনিয়র সহ সভাপতি মেসার্স মাদানি কেরিয়ার্স স্বতাধিকারী মোঃ জহিরুল হক, সহ সভাপতি পদপ্রার্থী মেসার্স দিপালী এন্টারপ্রাইজ র স্বতাধিকারী ধীরেন্দ্র দাস গুপ্ত, সহ সভাপতি পদ প্রার্থী মেসার্স মনি ট্রেডার্স স্বতাধিকারী মোঃ আব্দুল হাই, সাধারন সম্পাদক পদপ্রার্থী মেসার্স কিছমতুল পরিবহনের স্বতাধিকারী মোঃ কিছমতুল হাকিম আরজু যুগ্ন সাধারন সম্পাদক পদপ্রার্থী মেসার্স হান্নান এন্ড কোং এর স্বতাধিকারী মোঃ মাসুদ মাহমুদ, সাধারন সম্পাদক পদপ্রার্থী মেসার্স আসাদ ট্রেডিং এর স্বতাধিকারী আসাদুজ্জামান মজুমদার, সাধারন সদস্য পদপ্রার্থী মেসার্স নুর এন্ড ট্রান্সপোর্টের স্বতাধিকারী সাফায়েত জামান খাঁন গালিব সহ অনান্য পদের মোট ১৮ জন প্রার্থীকে ভোটার ও সাধারন ঠিকাদার দের সাথে পরিচয় করে দেওয়া হয়।
এ সময় প্রার্থীরা আগামী ৩০ শে নভেম্বর নির্বাচনে মাহমুদুল হক ও সাহাবউদ্দিন পরিষদকে মূল্যবান ভোট দিতে খাদ্য পরিবহন ঠিকাদারদের প্রতি আহবান জানানো হয়।
সভায় খাদ্যশস্য লোড আনলোড গাড়ি ভাড়া এবং অনান্য ব্যায় সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যাবস্থা ও পার্বত্য অঞ্চলে পরিবহণের জটিলতা নিরসনে কার্যকর ব্যাবস্থা সহ বিভিন্ন সমস্যা সমাধানের ১৪ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করা হয়।
এছাড়া খাদ্য পরিবহনের বিভিন্ন ধরনের সংষ্কার সহ ঠিকাদার স্বার্থে যথাযথ পদক্ষেপ নিয়ে একটি আধুনিক খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি উপহার দিবেন বলে আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন আবু আহম্মদ মজুমদার, কুন্তল মজুমদার, ফজলুল আজিজ খান, আব্দুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা আব্দুল রাজ্জাক, আব্দুর রহিম, দোলায়ার হোসেন, গোলাম রাব্বানী অনান্য প্রার্থী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।