বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ফকিরহাট বিএনপির সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

ফকিরহাট বিএনপির সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা




বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দদের সাথে ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।  এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম ও যুগ্ম আহবায়ক খান লিয়াকত হোসেন , মো. কবির হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবাায়ক শেখ রফিকুল ইসলাম, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাধারন সম্পাদক শেখ মনি, সিনিয়র সহসভাপতি আহসান টিটু, কোষাধ্যক্ষ খাবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সাগর মল্লিক, এসএ কালাম, হাফিজ সরদার, মো. আজমল হোসেন, সৈয়দ জালিস মাহমুদ প্রমূখ।


মতবিনিময় সভায় সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা দিক-নির্শেনামূলক বক্তব্য রাখেন।