বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

কক্সবাজারের কুতুবদিয়ায় মা বাবার কবর জেয়ারত করলেন প্রধান নির্বাচন কমিশনার 

খোরশেদ হেলালী, কক্সবাজার

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় মা বাবার কবর জেয়ারত করলেন প্রধান নির্বাচন কমিশনার 


 

 

 

বর্তমান সরকারের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো  কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করেন। শনিবার সকাল ৮ টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা হন তিনি। সকাল ১১ টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল এলাকায় প্রবেশ করেই তিনি পারিবারিক কবরস্থানে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে জিয়ারত করেন। জিয়ারত শেষে দুপুর ১ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। 
সিইসি‘র ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন,ম শহীদ উদ্দিন ছোটন জানান, এটা একান্ত ব্যাক্তিগত ও পারিবারিক সফর। সফরে পরিবারের সদস্যরাও রয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে । 
উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলা সদরের মগডেইল মৌলভী বাড়ির সন্তান ও কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক তালেব উল্লাহ ও জান্নাত আরা বেগমের প্রথম সন্তান এ.এম.এম নাসির উদ্দীন। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার বড়। জন্ম ১৯৫৩ সালের ১ জুলাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর ১৯৭৭ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দুই বছর পর ৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে এ.এম.এম নাসির উদ্দীন সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি তথ্য সচিব, জ্বালানি সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান।