বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

পিরোজপুরে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

পিরোজপুরে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

 

 

 : পিরোজপুরে:

দুস্থ শীতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আশা এর পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশা'র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন।  

: উপস্থিত ছিলেন:

এ সময় আশা'র জেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ । এ সময় দুস্থ ও শীতার্ত ৪৪৫ জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা'র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতিবছর ৬৪ জেলার সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আশা। এরই ধারাবাহিকতায় এ বছরে দেশের জেলায় দুস্থ শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয় এর কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আমাদের এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।