বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

টেকনাফে শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ

আব্দুল ওয়াজেদ টেকনাফ, কক্সবাজার। 

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

টেকনাফে শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ

 

 

:বিষয়টি নিশ্চিত করেন: 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সাগরে মাছ শিকারে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের মরদেহ ভেসে এসেছে।নিখোঁজের ১ দিন পর ১ ডিসেম্বর রোববার ভোর সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম।
: উদ্ধার জেলে :

হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।এব্যাপারে নৌকার মালিক এনাম উল্লাহ জানান, ৩০ নভেম্বর শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। একপর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।
এবিষয়ে এসআই আজহারুল ইসলাম বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকায় অবস্থান করে হেলাল উদ্দিন মাছ ধরছিলেন,মাছ ধরার একপর্যায়ে সাগরের বড় ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে সে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় অন্যান্য জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে তখন উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রোববার সকালের দিকে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসা হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।