সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” বাগেরহাটের ফকিরহাটে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউএসএএলডি এর অর্থায়নে এবং ইউনরক ইন্টারন্যাশানাল এর কারিগরি সহযোগিতায় এই র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরডিএফ এর জেলা সমন্বয়কারী সামসুন নাহারের পরিচালনায় এসময় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, সহকারী প্রধান শিক্ষক মোসা: সাহিদা খাতুন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি খান মাহমুদ আরিফুল হক, সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল, আব্দুল্লাহ সিদ্দিকী, শামিম ঢালী, শিউলি রানী কুন্ড, আরডিএফ’র পেপার লিডার সোনিয়া আক্তার কারিমাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ আলমগীর কবির। খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজী শাহান শাহ্ (মিথুন) এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মল্লিক ইদ্রিস আলি কুট্টি ও অত্র ইউনিয়ন বিএনপির সাবেক মোবারেক ফকির।এসময় আরো উপস্থিত ছিলেন মো. রেজাউল হক, আসাবুর রহমান, খান কামরুল ইসলাম, শাহরিয়ার রহমান বাবু, আব্দুল্লাহহীল মোজাদ্দেদী প্রমূখ। উদ্বোধনীতে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন বনাম খুলনা সিটি ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন জুনায়েত শরীফ, সহযোগিতায় ছিলেন মনির ঢালী ও শেখ কামাল আহমেদ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।