বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

শেরপুরে আপন জেঠাত ভাই সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: 

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

শেরপুরে আপন জেঠাত ভাই সেনা সদস্যকে কুপিয়ে হত্যা



শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে একই বাড়ি একই গোষ্ঠীর জেঠা আঃ সালাম (৬৫) ও ছেলে রঞ্জু (২৮) গং কর্তৃক ওয়াসিম (২৫) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।

নিহত সেনা সদস্য ওয়াসিম একই বাড়ির আবুল হাসেম ওরফে পেট্টুর ছেলে।

নিহত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এর জের ধরে দীর্ঘদিন যাবত তাদের পেশী শক্তি জোরে আবুল হাসেম ওরফে পেট্টুকে সঠিক ভাবে তার বাড়িতে বসবাস করতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করতো। এদিকে গত কয়েকদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে তার নিজ বাড়ি যাওয়ার সময় জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় অতর্কিত ভাবে কোপ দেয়। পরে গুরুত আহত ওয়াসিমকে তাৎক্ষণিক স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক রহমান সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট তৈরি করেছে। এঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।