জামালপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় ট্রাক মালিক সেলিমের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। বুধবার সকাল ১০টা থেকে জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। এসময় শহরের বাইপাস মোড়ে প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এসময় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীসহ সাধারণ মানুষের। পরে প্রশাসনের আশ্বাসে বেলা ১টার দিকে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক শেখ জানান, মঙ্গলবার সকালের দিকে শহরের ফেরিঘাট এলাকায় শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. শামীম ট্রাক মালিক সেলিম মিয়ার কাছে কাজের মুজুরি চাইতে গেলে তিনি তার উপর নির্যাতন চালায়। পরে মো. শামীম মিয়া আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান শ্রমিক নেতৃবৃন্দ। এ ঘটনায় বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা তাদের দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন। এসময় জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেশার উদ্দিন নেশাসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক জানান, এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে সমাধানের কথা বলা হয়েছে। পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর