নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চিন্ময় কাণ্ডে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামিচন্দনকে (৩৫) ভৈরবের মেথরপট্টি থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে ভৈরব রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চন্দন কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিল। ভেবেছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এরই মধ্য পুলিশ তাকে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।