বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে হোসেনপুরে প্রস্তুতিমূলক সভা

আশরাফ আহমেদ, হোসেনপুর কিশোরগঞ্জ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে হোসেনপুরে প্রস্তুতিমূলক সভা


হোসেনপুরে শহীদ দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর)  বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন; উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক  অ্যাড. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মঞ্জুরুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাড. মনিরুল হক রাজন, হোসেনপুর পৌর সভার সাবেক মেয়র মাহবুবুর রহমান, হোসেনপুর উপজেলা  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কারিমুল্লাহ প্রমুখ। সভায় ১৪ ডিসেম্বর ধর্মীয় রীতি মেনে  বুদ্ধিজীবি দিবসে শহীদ মুক্তিযুদ্ধার কবর জিয়ারত করা ও দিবস পালনে কী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযুদ্ধা,  রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল নাগরিক,  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।