শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৩৯৯ বোতল ফেন্সিডিল ২৫ কেজি গাজা সহ মাদক কারবারি আটক

আর.এ.জাবেদ , ফেনী

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

৩৯৯ বোতল ফেন্সিডিল ২৫ কেজি গাজা সহ  মাদক কারবারি আটক

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে  চট্টগ্রাম এর দিকে  আসার পথে উক্ত সংবাদ পেয়ে গোপন  সংবাদের  ভিত্তিতে দুপুরের সময় ফেনী জেলার ফেনী সদর থানাধীন ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের পার্শ্বে ‌র‍্যাব-৭,সিপিসি-১ সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক টয়োটা করোলা এক্সিও কারকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উক্ত গাড়িটি সহ ০১(এক) জন ব্যক্তিকে আটক  করিতে সক্ষম হয়।

 র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে  আসামীর দখলে থাকা গাড়ির ব্যাক ঢালা ভেতরে ০২ টি বড় কাপড়ের ব্যাগ এবং একটি কাঁধ ব্যাগের ভিতর  মোট ৩৯৯ (তিনশত নিরানব্বই)টি প্লাস্টিকের ফেন্সিডিলের বোতল! প্রতিটি ফেন্সিডিলের বোতলের আনুমানিক  আট লক্ষ সাতাত্তর হাজার আটশত টাকা এবং ২ টি প্লাস্টিকের বড় বাজারের ব্যাগের মধ্যে থেকে ৫ টি গাজার প্যাকেটে মোট ২৫ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয়,যার প্রতি কেজি গাজার মূল্য আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। 

ধৃত আসামিকে,জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল,গাঁজা) কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে  চট্টগ্রাম জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসতেছে বলে স্বীকার করে।