টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় আ’লীগ সরকারের আমলে বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা ও খন্দকারের মোটর সাইকেল পুড়ানোর মামলায় বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুব লীগের নির্বাহী সদস্য ঢাকার তেজগাঁও কলেজের প্রভাষক মেহেরুল হাসান সোহেল কে গ্রেপ্তারকরেছে ধনবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার(৫ডিসেম্বর) ঢাকার ফার্মগেইট এলাকা থেকে তাকে ধনবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে।
থানার ওসি মো: শহিদুল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামী মেহেরুল হাসান সোহেল কে গত শুক্রবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেরুল হাসান সোহেল উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী গ্রামের মৃত আ: হালিম বাদশার ছেলে।