বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

তালতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ ইমরান সিকদার , তালতলী

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

তালতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

নারী -কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে বরগুনার তালতলীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । এরপর  উপজেলা পরিষদের পায়রা  হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময়  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে এছাড়া নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে এই জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতার মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।