বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শরিফুল ইসলাম , ফরিদপুর

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।  ৯ ডিসেম্বর  উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সোমবার ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‌এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের ‌ জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ‌ অধ্যাপক আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি সনাক এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় প্রমূখ। এ সময় ফরিদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


বক্তারা বলেন, আমরা দুর্নীতিতে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি । দুর্নীতি দমনে সর্বদা সজাগ থাকি। এজন্য ‌পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে ।আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হব ‌। ‌‌আমরা সেবা নিবো সেবা দিবার জন্য কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।

বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে যে আইন আছে তা কঠোরভাবে কার্যকর ‌ করতে হবে। ‌ আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে ‌। উন্নত বিশ্বের যারা দুর্নীতি ‌ মুক্ত হয়েছেন তারা প্রযুক্তি ব্যবহার করেছেন ‌। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। আইনি কাটানোর মধ্যে এর চর্চা করতে হবে। দুর্নীতি বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, ‌এটা একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়।এর প্রতিরোধে সর্বস্তরের লোকজনকে আসতে হবে।