চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় মিথ্যা ও বানোয়াট জিডি (সাধারণ ডায়েরি) করে ‘দৈনিক আজকের বাংলা’ পত্রিকার সাংবাদিককে হয়রানির চেষ্টা করেছে বাংলাদেশ রেলওয়ের বহিস্কৃত এক অস্থায়ী কর্মচারী। ২ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় ওই মিথ্যা ও বানোয়াট জিডি’টি করা হয়। বরখাস্তকৃত ওই অস্থায়ী কর্মচারীর নাম দেলোয়ার হোসেন।
নিয়োগ কার্যক্রমে অবৈধভাবে আর্থিক লেনদেনের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামানের নির্দেশনায় দেলোয়ার হোসেনকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
এর প্রেক্ষিতে ‘দৈনিক আজকের বাংলা’ পত্রিকায় রেলওয়ের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বিষয়ক "রেল পাড়ায় অস্থিরতা" নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে চাকরীচ্যূত অস্থায়ী গেইট কিপার দেলোয়ার হোসেন এই প্রতিবেদনকে আওয়ামী স্বার্থানেষী মহলের ষড়যন্ত্র বলে উল্লেখ করে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি মিথ্যা ও বানোয়াট জিডি দায়ের করেন। বরখাস্তকৃত দেলোয়ার টিএলআর কর্মচারীদের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি।
উক্ত জিডি’তে তিনি উল্লেখ করেন, আওয়ামী স্বার্থানেষী মহলের ষড়যন্ত্রে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনী সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা, ফেইসবুক, ইউটিউব, হোয়াইটঅ্যাপ এবং অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় "রেল পাড়ায় অস্থিরতা" নামক শিরোনামসহ বিভিন্ন মিথ্যা, বানোয়াট খবর প্রচার করেন।
এই জিডি’র বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, জিডি যে কেউই করতে পারে। তবে কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে এবং তদন্তের পর তা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় সেই ক্ষেত্রে অভিযোগকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।