বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রাজধানীর কল্যাণপুরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আজ সন্ধ্যায় সরকারি বাঙলা কলেজ মুখোমুখি হয় মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাবের সাথে। ম্যাচটি শুরুর প্রথম থেকেই দুটো দলই দুর্দান্ত খেলে।আক্রমণ-পাল্টা আক্রমণ এর মধ্য দিয়ে চলতে থাকে ম্যাচটি কিন্তু প্রথমার্ধের শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় গোল করতে পারেনি কেউই। বিরতি শেষে মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে বাঙলা কলেজ প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে মাত্র কয়েক মিনিট যেতেই কর্নার পেয়ে যায় এবং সেই কর্নার থেকে বাড়ানো বলে ডি'বক্সের বাহির থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান বাঙলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী সৌরভ।
মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ চালিয়ে যায়।কিন্তু বাঙলা কলেজের ডিফেন্ডারদের কারনে সফলতার মুখ দেখেনি তাদের কোন আক্রমণ।ম্যাচ জুড়ে বাঙলা কলেজের ডিফেন্ডাররা দুর্দান্ত সব ব্লক করে। এসময় মাঠে অসংখ্য দর্শক উপস্থিত ছিলো। ম্যাচ জুড়ে বাঙলা কলেজের দর্শকরা তাদের খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করে।শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা মেলেনি মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাবের। এতে বাঙলা কলেজ জয়ী হয়ে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।