বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন

মোঃ মামুন মিয়া , নকলা

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ  কার্যকরী কমিটির অনুমোদন

শেরপুরের নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (সককস) নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। নবগঠিত এ কমিটিকে অনুমোদন দেওয়া হয় দু’বছর মেয়াদী এ কমিটির। সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আব্দুল্লাহ আল মোমেন।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিম মিয়া, সহসভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাদিউর রহমান, উপজেলা বিআরডিবি অফিসের জমশেদ আলী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মজিবর রহমান ও উপজেলা কৃষি অফিসের নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক উপজেলা সাব-রেজিষ্টারের কার্যালয়ের আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রফিকুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আব্দুল আজিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসের হাবিবুর রহমান,  সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক উপজেলা রিসোর্স সেন্টারের ফারুক হোসেন, সহ দপ্তর সম্পাদক উপজেলা পরিকল্পনা অফিসের লুৎফুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফজলু্ল হক, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সদর ইউনিয়ন ভূমি অফিসের সুজন মিয়া, সাহিত্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা নির্বাচন অফিসের মো. ইমরান, সহ সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসের মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাহিদুর রহমান, কোষাধ্যক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাবিবুর রহমান।