বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ময়মনসিংহে সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কারাগারে

হাবিব জিহাদী, ময়মনসিংহ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

ময়মনসিংহে সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কারাগারে

ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন চেয়ে  কআদালতে হাজিরা দিতে গেলে ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া (৫৮)কে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন। এর আগে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি গোলাম কিবরিয়া বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক শাহাদাত হোসেন জামিন আবেদন নামঞ্জুর  করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ময়মনসিংহ আদালতের পরিদর্শক (ওসি) মো. মোস্তাছিনুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন আসামি গোলাম কিবরিয়া। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (ওসি) মো. রুকনুজ্জামান জানান, বিগত ৪( আগস্ট) ছাত্র-জনতার ওপর হামলা ও তাণ্ডবের ঘটনায় গত ১৮( আগস্ট) স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া এজাহারভুক্ত আসামি।