অদ্য ১১ ডিসেম্বর রাত ৯.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কে পুলিশের বিশেষ টিম গ্রেফতার করে।
নাগেশ্বরী থানা পুলিশের নিয়মিত টহল বিশেষ টিমের অভিযানে কালিগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ নেতা রেজোয়ান আহমেন (জনি-৩৭) পিতা-মোঃ মমিন উদ্দিন গ্রাম- মনির চর,ওয়ার্ড নং-০৪ নাগেশ্বরী পৌর সভা কে রাত ৯.৩০ ঘটিকায় ইউনিয়নের ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।তাকে কুড়িগ্রাম সদর থানার মামলা নং-০৯ তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং এ গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান (মিজান) কে জিজ্ঞাসা করলে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন ও বলেন তাকে বিচারিক কার্যক্রম এর জন্য আগামীকাল কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।