শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ফরিদপুরে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার , সন্দেহজনক গনপিটুনিতে এক বৃদ্ধ নিহত

শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

ফরিদপুরে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার , সন্দেহজনক গনপিটুনিতে এক বৃদ্ধ নিহত

ফরিদপুরে নিখোঁজের এক দিন পর একটি বাড়ি থেকে তাহিয়া ইসলাম (০৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। হত্যার শিকার শিশুটি সরকারি চর নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উক্ত ঘটনার জের ধরে সন্দেহজনক মো. হায়দার মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ গনপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন। তিনি শিশু তাহিয়া ইসলামের (০৭) চাচাতো দাদা।
বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল। আজ বিকেল ৫টার দিকে হায়দার মোল্লার বাড়ির মাচার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হায়দারকে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এর আগেও ধর্ষণের অভিযোগে হায়দার মোল্লা দীর্ঘদিন জেল খেটেছেন। এরপর তিনি মালয়েশিয়া চলে যান। সেখানেও নারী সংক্রান্ত জটিলতায় জেল খাটেন। এরপর মুক্তি পেয়ে গত দু-এক বছর আগে দেশে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, হায়দার মোল্লা গণপিটুনিতে মারা গেছে। পুলিশ জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তবে লোকজন বেশি হওয়ায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘চরনসিপুর গ্রামের জিয়া মোল্লার ৭ বছর বয়সী মেয়ে তাহিয়া ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয়। পরে সন্দেহ হলে বুধবার বিকেলে প্রতিবেশী হায়দার মোল্লার ঘর তল্লাশি করে পুলিশ।’ 
ওসি আরও বলেন, ‘হায়দার মোল্লার ঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।