শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

মোঃ শরিফ উদ্দিন (বাবু), শেরপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

শেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

শেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাদের মুখে মুখে উঠে এসেছে নতুন বাংলাদেশের প্রত্যয়। ৫ আগস্টের পর কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বক্তারা বলেছেন, ‘আগামীতে অন্য কোনো ফ্যাসিস্ট যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে। এ জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত “জাতীয় নাগরিক কমিটির” মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়াম এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি, শেরপুর। ‘শেরপুর রাইজিং’ নামের এই মতবিনিময় সভায় উপস্থাপনা করেন রাশেদুল হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অলিক মৃ।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অলিক মৃ বলেন,‘এক ফ্যাসিস্ট চলে গেছে। আরেক দল ফ্যাসিস্ট আচরণ নিয়ে সামনে আসছে। এমন কাউকে আমরা ক্ষমতায় আনব না যারা আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা চাই, দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা ভারত নিয়ে মাতামাতি করবে, তার সঙ্গে আমাদের কোনো আপস নয়।’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য মিয়াজ মেহরাব তালুকদার বলেন, ‘আর কোনো ফ্যাসিস্ট যেন আসতে না পারে, এ জন্য ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির (রামপুর থানা প্রতিনিধি) আব্দুর রব, জাতীয় নাগরিক কমিটির সমর্থক দিদার শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরে আহ্বায়ক মামুনর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সংগঠক নাহিম আহমেদ নিলয়, মোঃ লিখন মিয়া, এডভোকেট সাব্বির হোসেন, তৌহিদুর রহমান, সোহানুর রহমান সোহান, আরাফাত রহমান।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মোর্শেদ জিতু, শাহনুর রহমান সাইম, ফারদিন ফুয়াদ তুহিন ও শেরপুর জেলার ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ।