উপজেলা প্রশাসনের আয়োজনে বরগুনার তালতলীতে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা১১টায় উপজেলা পরিষদের 'পায়রা' সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক,কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।সবশেষে ৭১সালে সকল শহীদ ও জুলাই- আগস্ট আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।