শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলা সদরের শহীদ মিনারে উপস্থিত ছিলেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।
উপজেলা প্রসাশন এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়।