শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান ও শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলার প্রতিনিধি টিম। ডিমলা উপজেলার পৃথক পৃথক গণ কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার রামডাঙ্গা গণকবরে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদুজ্জামান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশুন্য করার জন্য প্রথম আঘাত হানে আমাদের বুদ্ধিজীবীদের উপর। তারা তাদের পরাজয় জানার পরেই দেশকে মেধাশুন্য করার নীলনকশা প্রণয়ন করে। যার বাস্তবায়ন করা হয় ১৪ ডিসেম্বর।
শাকিল প্রধান বলেন, বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেলে আমাদের পাঠ্যপুস্তকে বুদ্ধিজীবীদের নিয়ে তেমন তথ্যবহুল লেখা নেই। বুদ্ধিজীবীদের জীবনী সকল শ্রেনীর পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে আমাদের তরুন সমাজকে জানতে দিতে হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি শাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির ও সোম্য সহ আরো অনেকে।