বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ পিএম

দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের  মাঝে এ্যাওয়ার্ড প্রদান

গতকাল শনিবার দুপচাঁচিয়া উপজেলা বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীদের মাঝে ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে ফুটগার্ডেন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম নাজু, ড. জাহাঙ্গীর আলম, ড. মাহবুবুর রহমান, শিক্ষক আব্দুল কালাম মোস্তফা হেলাল, অধ্যাপক নূরুল ইসলাম, সুদেব কুমার কুন্ডু, অসীম কুমার দাস, আব্দুল মান্নান খান, আনোয়ার উল আজাদ লিটন, অভিভাবক সহকারী অধ্যাপক রায়হান আলম, সংবর্ধীত কৃতি ছাত্র রাহিমুল ইসলাম জিহাদ ও রিফাহ তাসনিয়া প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির। উল্লেখ্য চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী রাহিমুল ইসলাম জিহাদ ও রিফাহ তাসনিয়াকে অ্যামেরিকা প্রবাসী ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড এর নগদ ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, ক্রেস্ট সহ সনদ প্রদান করা হয়।