সংবাদ বিজ্ঞপ্তি
নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামের ষাটের দশকের বিখ্যাত কবি, সাহিত্যিক, শিক্ষাবীদ , গীতিকার, সাংবাদিক, ও সংগঠক কবি নুর মুহাম্মদ চৌধুরী সাহিত্যরত্নের ৪০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
১৫ ডিসেম্বর (রবিবার ) সকাল ৮টায় চট্টগ্রামের পটিয়ার হুলাইন হযরত এয়াছিন আউলিয়া মাদ্রাসাস্থ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কবির ৪০ তম মৃত্যু বার্ষিকী মূল আনুষ্টানিকতা।
এদিকে কবির স্মরণে সকালে থেকে পটিয়ার হুলাইনস্থ আজিম ভান্ডার দরবার শরীফর উদ্যেগে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আজিম ভান্ডার দরবার শরীফের দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি পুত্র কামরুদ্দিন চৌধুরী, কবি দৌহিদ্য দৈনিক আজকের বাংলার যূগ্ম সম্পাদক শাহাদাত হোসাইন রাসেল, হেলাল উদ্দিন রুবেল, এমরান হোসেন, মো আরিফুল ইসলাম ও কবি দৌহিদ্য এহসান উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচানলা করেন মওলানা মো. ওমর ফারুক।
এছাড়াও সাহিত্যরত্ন ফাউন্ডেশন ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় কবির স্মরণে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান হয়।