বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ শহীদ মিনারে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ। 

সকাল পৌনে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীন ও ওসি মুনায়েম মিয়া। পরে উপজেলা অডিটোরিয়ামে বিজয় মেলার উদ্বোধন করা হয়। 

সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন

উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম, মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম, ওসি মুনায়েম মিয়া, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাদিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, সহকারী প্রোগ্রামার মো: খান জাহান আলী, তথ্যসেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক রিপন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো: অপু মিয়া প্রমুখ।