বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

বিভিন্ন অভিযানে চসিক সাবেক কাউন্সিলর বারেক, কর্ণফুলী ও পটিয়ায় দুই আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

বিভিন্ন অভিযানে চসিক সাবেক কাউন্সিলর বারেক, কর্ণফুলী ও পটিয়ায় দুই আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : 

 

চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও

পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এছাড়াও অপর দুইটি অভিযানে চট্টগ্রামের কর্ণফুলী থেকে আওয়ামী লীগ নেতা মো. পেয়ার আহমেদ ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ পলাশকে আটক করেছে কর্ণফুলী ও পটিয়া থানা পুলিশ।

 

আবদুল বারেকের মেয়ে সালমা সোলতানা মনি চসিক ৪০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানির আটকের বিষয়টি নিশ্চিত করে মেয়ে সালমা সোলতানা মনি জানান, 

 সোমবার সকালে তার বাবাকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার দিদার মার্কেট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে।  

 

এদিকে দুপুর ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা বাংলা বাজার ঘাট এলাকা থেকে আওয়ামী লীগ নেতা

মো. পেয়ার আহমেদকে আটক করেছে থানা পুলিশ। 

 

আটকের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। 

 

আটক পেয়ার আহমেদ চরপাথরঘাটা ইছানগর গ্রামের কালামিয়া সওদাগরের বাড়ির মকবুল আহমেদের ছেলে। তিনি কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

 

এছাড়া, সোমবার দিবাগত রাত আড়াটায় নিজ বাড়ি থেকে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ পলাশকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। 

 

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর আরেক আসামি তার ভাই আমানুল্লাহ শিমুল পালিয়ে যায়। 

 

তিনি আরো জানান, আ.লীগ নেতা সাইফুল্লাহ পলাশ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

 

সাইফুল্লাহ পলাশ পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল ৮নং ওয়ার্ড সূফী নুরুল্লাহ্ বাড়ির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের পুত্র।