নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী বের করেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার জাতীয়তাবাদী শ্রমিক দল।
১৬ ডিসেম্বর (সোমবার ) চট্টগ্রাম নগরীর শেরশাহ মিনার থেকে বিজয় র্যালি নিয়ে তারাগেট হয়ে শেরশাহ বড় মাঠের শহিদ মিনারে পুষ্প্তবক আর্পন করেন চট্টগ্রাম বায়েজিদ থানার জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।
এসযময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ( নাসিরাবাদ, জালালাবাদ, ষোলশহর ) আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুল রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সমেলন প্রস্তুতি সচিব মোঃ শেখ আলোদ্দিন, চট্টগ্রাম বায়েজিদ থানার জাতীয়তাবাদী শ্রমিক দল মোঃ দুলাল সরদার, মোঃ আলি হাসান, মোঃ আজিজ উদ্দিন, সাবেক ছাত্র দল নেতা নাজমুল হোসেন বাবু উপদেষ্টা ইউসুফ সহ অন্য নেতৃবৃন্দ।