শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনে সার্বজনীন অংশগ্রহণের ব্যবস্থা করুন : এ এম নাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ এএম

অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনে সার্বজনীন অংশগ্রহণের ব্যবস্থা করুন : এ এম নাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এএম নাজিমুদ্দীন বলেছেন, অনেক জীবনের বিনিময় এই বিজয় অর্জিত হয়েছে। তাই আজকের বিজয় চিনিয়ে নেওয়ার জন্য বিরাজনীতি করার আরেকটি অপকৌশল চলছে। দেশের মানুষ তা কখনো হতে দেবে না। অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সর্বজনের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দরকার। তাহলেই দেশে ২০২৪ এর বিজয় সার্থক হবে বলে মনে করে দেশের আপামর জনগণ।

 

 

 ১৬ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি বিজড়িত ষোল শহর বিপ্লব উদ্যান র‌্যালি সহকারে শহীদ জিয়াস্মৃতি পলকে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত এক সভার সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

 

তিনি আরো বলেন, একাত্তর ও ২০২৪ গণতন্ত্র মুক্তি আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান নিজের জীবন বিলিয়ে দিয়ে এদেশের স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আজকের এই বিজয়ের প্রমাণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার সংগ্রামে কত বড় ভূমিকা এবং জীবন ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে নিজেকে আত্মত্যাগ করেছেন। এই বিজয় দিবসটি যেভাবে আমরা স্বাধীনভাবে পালন করছি, তখন সেরকম ছিল না। 

 

 

 সংক্ষিপ্ত সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার । 

 

এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো: ইদ্রিস মিয়া, সহসভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, আব্দুস শুক্কুর, শাহানেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মজিবুর রহমান, আজিজ উদ্দিন মিন্টু, কার্যকরী সদস্যদের মধ্যে মোহাম্মদ বাহার মিয়া, আবুল কালাম আজাদ, রবিউল হোসেন, অপু সিং, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালুরঘাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দোকান কর্মচারী সমিতির নেতা ফজলুল হক জাবেদ, খুলশী থানা শ্রমিক দলের সভাপতি বেলাল আহমেদ, হালিশহরের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন জসিম, রিক্সা শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, নির্মাণ শ্রমিক দলের সভাপতি, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাহমুদ ফরিদ, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন।