বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

গফরগাঁওয়ে গনঅধিকারের বিজয় দিবস পালিত

আব্দুল হালিম

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

গফরগাঁওয়ে গনঅধিকারের বিজয় দিবস পালিত

আজ ১৬ডিসেম্বর,  মহান বিজয় দিবস।  এবারের এই বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিজয় দিবস উৎযাপন করেছে গনঅধিকার পরিষদের নেতারা। আজ সোমবার সকাল ৮.৩০ মিনিটে দিকে গফরগাঁও উপজেলায় বিজয় র‍্যালি এবং শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন  করেন উপজেলার গনঅধিকার এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।  
গণঅধজঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গফরগাঁও   উপজেলা সভাপতি শাহরিয়ার মনির, সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদী,  ছাত্র অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমেদ তামিম,  সাধারন সম্পাদক তরিকুল ইসলাম,  যুবঅধিকার পরিষদের সভাপতি শরীফ শেখ,  সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হিমেলসহ অন্যান্য সকল শ্রেনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
নেতাকর্মীদের উপস্থিতিতে আজ সকালে উপজেলার পৌর শহরের জামতলার মোড় থেকে মিছিল শুরু করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন তারা,  শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতারা।