শেরপুরের নকলা উপজেলায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে নকলা উপজেলা বিএনপি, যুবদল, ছাএদল, ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার জনগণ নিয়ে সূর্য উদয়ের পর হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ করেন এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য এনামুল হক রিপন দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান, ও দোয়া শেষে সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বাসভবনে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং আলোচনাসভায় তিনি বলেন মহান বিজয় দিবস আজ সোমবার (১৬ ডিসেম্বর) এটি বাঙালি জাতির আত্মগৌরবের দিন,১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। ৩০ লাখ শহীদের জীবন আর দুই লাখ মা-বোনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি,৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকার যাতে আর আমাদের আঁকড়ে ধরতে না পারে,আমাদের মা মাটি যাতে আমরাই ধরে রাখতে পারি সেই আহবান জানান সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র শেরপুর ২ নকলা-নালিতাবাড়ী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম, জেলা মুক্তিযুদ্ধা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযুদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, মুক্তিযুদ্ধা হক চেয়ারম্যান, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজা, ৭ নং টালকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল, মাহবুব আলী টুটুন চৌধুরী, বেলায়েত হোসেন, কৃষক দলের আহবায়ক, নয়ন মিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু মিয়া, আরিফুর রহমান জজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, শহর ছাএদলের আহবায়ক শাহ অভি, যুবদলের যুগ্ম আহবায়ক, আনিসুল হক, রফিক মিয়া, রুবেল মিয়া, সেলিম মিয়া, মিন্টু, ও ইকবাল হোসেন, রতন, রফিক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক রিপন মিয়া, যুগ্ম আহবায়ক রবিনমিয়া, জিয়ারুল ইসলাম খান, বাদশা ফাহাদ, আরও অনেক অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।