রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জন্মের পাঁচ বছর আগে ক্রয় দেখিয়ে অবৈধভাবে জমি দখল

ইমরান খান, ডিমলা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

জন্মের পাঁচ বছর আগে ক্রয় দেখিয়ে অবৈধভাবে জমি দখল

জন্মের পাঁচ বছর আগে ক্রয় দেখিয়ে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সিরাজুল ইসলাম চৌধুরী উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামের নেছার উদ্দীনের ছেলে। 
ভুক্তভোগী আবু ছায়েদ সরকার মঙ্গলবার ১৭ ডিসেম্বর অভিযুক্ত সিরাজুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু ছায়েদ সরকার বলেন, সিরাজুল ইসলাম এবং তার চক্রের সদস্যরা ভূমি দস্যু ও মামলাবাজ প্রকৃতির লোক। সে দেশের আইন কানুনের তোয়াক্কা করে না।  জাল জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল ও আত্মসাতের পায়তারা চালিয়ে আসছে। সাব রেজিস্ট্রার অফিসের সীল, দলিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারির ১০৮৭ নং একটি জাল দলিল তৈরি করেন অভিযুক্ত সিরাজুল ও তার চক্রের সদ্যসরা।  এ বিষয়ে নীলফামারী জেলা আদালতে মামলা করলে আদালত দলিলটির সঠিকতা যাচাইয়ের জন্য ডিমলা থানা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করে। ডিমলা থানা পুলিশ জেলা মহাফেজ খানা রংপুর এর প্রতিবেদন উল্লেখ করে বলেন ১০৮৭/৬১ নং দলিলটির অস্তিত্ব নেই। দলিলের জাবেদা নকলের ছায়া লিপিতে সাব রেজিস্ট্রারের স্বাক্ষরের মিল নেই। জাবেদা লিপিতে যে দাতার স্বাক্ষর দেখানো হয়েছে তিনি ছিলেন নিরক্ষর তার পূর্বের সকল দলিলে টিপসই রয়েছে। 
তিনি আরো বলেন, অভিযুক্ত সিরাজুল ইসলামের জন্ম ১৯৬৬ সালের ৭ জুলাই কিন্তু তিনি  যে দলিলটি সম্পাদন করেছেন ১৯৬১ সালের ২ ফেব্রুয়ারী।  তাছাড়াও জোর পুর্বক জমি দখলের উদ্দেশ্যে থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করেন। একই কায়দায় সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে জমির প্রকৃত মালিকদের হয়রানি করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যা মামলা সহ প্রাণনাশে হুমকি দিয়া আসছে। সিরাজুল ইসলাম সমাজের জন্য একজন ভয়ংকর প্রকৃতির ভূমিদস্যু এবং মামলাবাজ আমরা তার প্রচলিত আইনে দাবি বিচার করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলামের ছেলে বলেন, তারা আমাদের নামে মিথ্যা ছড়াচ্ছে। আমাদের কাছে উপযুক্ত কাগজপত্র আছে।