১৮ ডিসেম্বর রাত ০১.০০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২ নং হ্নীলা ইউপিস্থ দরগাহ পাড়া এলাকা হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর চেকপোস্টে ডিউটি করার সময় পূর্ব দিক হইতে একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা যাত্রীর কোমর হইতে একটি বস্তু রাস্তায় ফেলে দেয়।
তখন পুলিশের সন্দেহ হলে টেকনাফ সদর ইউপি ও পৌরসভা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল এবং তাহার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টমটম গাড়িতে থাকা যাত্রীকে টমটম গাড়ীর ড্রাইভার আলী আহম্মদ এর উপস্থিতিতে টমটম গাড়ি সহ যাত্রীর দেহ তল্লাশী করে তখন আসামি আতাহারুল হক ১৯ এর ডান হাতের মুঠোতে ১০(দশ) রাউন্ড রাইফেলের গুলি, এবং তাহার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, যাহার লোহার বাটের উপর প্লাস্টিকের কভার অংশে লাল কসটেপ দ্বারা মোড়ানো, ফায়ারিং পিন সচল, লম্বায় আড়াআড়ি ভাবে ১১ ইঞ্চি, ও ১০(দশ) রাউন্ড রাইফেলের গুলি, যাহার পারকিউশন ক্যাপে ৯.৯৬ সহ আটক করতে সক্ষম হয় টেকনাফ থানা পুলিশের অভিযানিক দল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান আটককৃত আসামীকে
অবৈধ অস্ত্র ও গুলি হেফাজত ও নিয়ন্ত্রনে রাখায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ/১৯এফ ধারার মামলা রুজু করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান।