বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

নাজিরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা

মোঃশফিকুল ইসলাম শফিক , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

নাজিরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ে যাওয়া ৮ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন  শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির  আহবানে  নগদ টাকা বিতরণ করেন । 
মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে এক সাথে পুড়ে যাওয়া ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি এই সহায়তা তাদের তুলে দেন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান,  যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজি, উপজেলা  ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন,  নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, বন্দর কল্যান সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাজাহান মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান খান, বন্দর কল্যাণ সমিতি'র সভাপতি নাছির আহম্মেদ মল্লিক ও সাধারন সম্পাদক মাজেদুল কবীর রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাওলাদার, সদস্য সচিব তারেকুল আব্দুল বাপ্পি  সহ বন্দর কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১২ই ডিসেম্বর বুধবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে  গভীর রাতে অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভূত হয়েছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষনে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইল সহ মোট ৮টি দোকান পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়।
নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ‘আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।’ তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে নাজিরপুর উপজেলার.শ্রীরামকাঠী বন্দরে লাগে। আগুনে ৮টি পরিবারের ঘরসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো।  সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জনপ্রতি ৩ হাজার টাকা প্রদান করা হয়। শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির তত্ত্বাবধানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তার জনিজস্ব তহবিল থেকে এই সহয়তা প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহয়তা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।