বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

সদরপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জাহিদ হোসেন সজল

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

সদরপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আব্দুল লতিফ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান শেখ পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদুর রহমান শিকদার পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন মিয়া পেয়েছেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুল পেয়েছেন ৯ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মোঃ ওবায়দুর রহমান মোল্লা, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন মোঃ সামসুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন দলিল লেখক বাবু সুধীর কুমার সাহা।