টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় শুরায়ী নিজামের সাথীদের নির্মম ভাবে হত্যা ও হামলাকারীদের বিচারের দাবিতে জোবায়ের পন্থীদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে এক বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোবিন্দগঞ্জ থানা চারমাথা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে বিক্ষোভ সমাবেশে মাওলানা আলহাজ্ব মোশারফ হোসাইনের সভাপতিত্বে মাওলানা আকরাম হোসেন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি তোহিদুল ইসলাম তুহিন,মুফতি আতাউর রহমান,হাফেজ আব্দুল মমিন, মাওলানা মীর খায়রুল ইসলাম, হাফেজ মুফতি এনামুল হাফিজসহ বিভিন্ন উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গোবিন্দগঞ্জ থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।