বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় শিশু নিহত

মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় শিশু নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার সময়  মাটি চাপা পড়ে  মোঃ ছৈয়দ উল্লাহ (১০) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে৷ 
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড়ের ধসের ঘটনা ঘটে।
এই ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে। 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশি ক্যাম্প-১৫ ব্লক-এফ/১৬ এর ইমাম হোসেনের পুত্র।  
ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক ডি-১২  এর সামনে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটির নিচে  তিন শিশু চাপা পড়ে। এর মধ্যে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তাদের ক্যাম্পের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। 
এই ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।