বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ফেনীতে বাখরাবাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৪ কোটি টাকা রাজস্ব আদায়

আর. এ. জাবেদ , ফেনী

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

ফেনীতে বাখরাবাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ অভিযানের প্রথমধাপ শেষ হয়েছে। 
এসময়ে ৪৪৮টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি টাকা। বাখরাবাদ সূত্র জানায়, বাখরাবাদের আওতাধীন ফেনী পৌরসভা ছাড়াও জেলার ৫ উপজেলা সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী এবং নোয়াখালীর বসুরহাটে দুই মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 
বাখরাবাদ ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ বাপ্পি শাহরিয়ারের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযান চলাকালে বকেয়া বিলের জন্য আবাসিকে ৩২টি, বানিজ্যক ৪টি, শিল্প ১টিসহ ৩৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারে ৮০টি সংযোগে ২১৭টি চুলা, বিলবই বিহীন অবৈধভাবে ব্যবহারে ৮৪টি সংযোগে ২৩১টি চুলাসহ ১৬৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিলবই বিহীন অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারে আবাসিকে ৮৪ গ্রাহকের অবৈধ সংযোগ স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ বিচ্ছিন্ন ঠেকাতে ৩ হাজার ৭৭ গ্রাহকের পরিদর্শন করা হয়। একইসময় ৩ কোটি টাকা স্পট বকেয়া আদায় করা হয়। অভিযানে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: শহিদুল ইসলাম, নোয়াখালী আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: আক্তারুজ্জামান, ব্যবস্থাপক (রাজস্ব) আবদুর রাজ্জাক, উপ-ব্যবস্থাপক মো: মিলন হোসেন আবিদ ও আবিদ হাসান, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মো: শাহাদাত হোসেন, উপ- সহকারী প্রকৌশলী মো: ছালেহ আহাম্মদ, শরিফুল ইসলাম, টেকনিশিয়ান আবদুল কাদের উপস্থিত ছিলেন। 
ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বাংলাদেশের খবরকে জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদ কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে। বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি খেলাপি গ্রাহকের স্পট বকেয়া আদায় করা হয়। অনিয়ম রোধে বাখরাবাদ সবসময় সোচ্চার রয়েছে।