বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক জঙ্গি

মাহমুদুল হাসান মুক্তা , জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক জঙ্গি

জামালপুরে অটোবাইকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালের অবহেলায় প্রাণ হারিয়েছেন জামালপুর থেকে প্রকাশিত দৈনিক 'পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকার সম্পাদক নূরুল হক জঙ্গি। তিনি সাংবাদিকমহলে সবার প্রিয় 'জঙ্গি দা' সম্বোধনে অভিষিক্ত এবং জেলার তৃণমূল সাংবাদিকতার পুরোধা ছিলেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের চামড়া গোদাম মাদরাসায় ওই প্রবীণ সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেলান্দহ উপজেলায় মুন্সি নাংলা গ্রামে নিজবাড়িতে নেওয়া হয় তাঁর মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় অটোবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে কোনো চিকিৎসা না দিয়ে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে তাঁকে 'অজ্ঞাত' রোগী হিসেবে ভর্তি করা হয়। জামালপুরের চিরপরিচিত মুখ ও সাংবাদশিল্পের এই অগ্রজকে অজ্ঞাত রোগী হিসেবে ভর্তি ও চিকিৎসা না দিয়ে স্থানান্তর করায় ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুরের সাংবাদিক সমাজ।
সড়ক দুর্ঘটনায় প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে স্থানীয় প্রশাসনের প্রতি অটোবাইকের দৌরাত্ম্য নির্মুলের দাবি জানান সাংবাদিক নেতারা। একই সঙ্গে তাঁর জানাজায় স্বাস্থ্য বিভাগের প্রতি হাসপাতালের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
নিহত নুরুল হক জঙ্গি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মৃত আব্দুল হামিদ কবিরত্নের ছেলে। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। 
স্থানীয় সূত্র জানায়, শহরের বানিয়াবাজার থেকে বাগানবাড়ি এলাকায় 'পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকা অফিসে যাবার পথে একটি অটোবাইক নূরুল হক জঙ্গীকে ধাক্কা দেয়। তিনি ছিটকে আরেকটি অটোবাইকের সাথে ধাক্কা খেলে দুই অটোবাইকের চাপায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।