বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

টানা তিন ডাক মেরে লজ্জার বিশ্বরেকর্ডে পাকিস্তানের শফিক

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

টানা তিন ডাক মেরে লজ্জার বিশ্বরেকর্ডে পাকিস্তানের শফিক

পাকিস্তান ছন্দে আছে। অন্তত ওয়ানডে ফরম্যাটে। অস্ট্রেলিয়ার পর সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা প্রথম দল হিসেবে নিজেদের নাম লেখালো পাকিস্তান। এমন দিনেই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক গড়লেন লজ্জার এক রেকর্ড। 

সিরিজের তিন ম্যাচেই আবদুল্লাহ শফিক ফিরেছেন শূন্য রানে। দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড। অবশ্য এই রেকর্ডে তিনি একাই নেই। ভারতের সূর্যকুমার যাদবও একই লজ্জার সঙ্গী। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ০ রানে আউটের বিশ্ব রেকর্ড। সেই রেকর্ডে এখন ভারতীয় তারকার সঙ্গী পাকিস্তানি ওপেনার।

শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটসম্যান। তবে শফিক কিংবা সূর্যকুমার তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই ডাক মেরে ফিরেছেন। এমন কীর্তি একটু বেশিই লজ্জাজনক বটে। এছাড়া ৫ কিংবা ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ডাক মেরেছেন ব্রেন্ডন টেইলর, শোয়েব মালিক কিংবা নুয়ান কুলাসেকেরার মতো প্রতিষ্ঠিত নামেরা। 

পাকিস্তানের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২টি ইনিংসে ছয়বার ও ২০১২ সালে মোহম্মদ হাফিজ ৪৩টি ইনিংসে সমান সংখ্যক শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন শফিক।
তবে বিশ্বক্রিকেটের রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন এই ওপেনার। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ৫১ ইনিংসে আট বার ও ২০১২ সালে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ৫৬টি ইনিংসে আট বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড থেকে আপাতত খানিক দূরে আছেন শফিক।