বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আল কায়েদার হামলায় ২৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৫ এএম

আল কায়েদার হামলায় ২৭ জন নিহত

যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। আল-কায়েদার হামলায় ২৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার জঙ্গিগোষ্ঠী আল- কায়েদা দেশটির বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওপর হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে।

এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাত-প্রশিক্ষিত সিকিউরিটি বেল্ট নামক একটি গ্রুপের বিভিন্ন অবস্থানে হামলা করে। এতেই এই ২৭ জন মানুষের প্রাণহানি হয়।

এই সন্ত্রাসী গোষ্ঠীটি ছয় মাস আগে একই প্রদেশে অপহরণ করা জাতিসংঘের একজন কর্মীর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করে। আর সেই ঘটনার কয়েকদিন পরেই এই নৃশংস  ঘটনা ঘটল।

প্রায় ৩ ঘণ্টার লড়াইয়ে এক কর্মকর্তাসহ (সিকিউরিটি বেল্ট) ২১ জন এবং আল-কায়েদা যোদ্ধাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন।
একিউএপি এবং ইসলামিক স্টেট গ্রুপের অনুগত সন্ত্রাসীরা দেশটিতে বিশৃঙ্খলা বাড়িয়েছে।

২০১৪ সালের শেষের দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।