এ দুর্ঘটনায় দুইজনকে গুরুতর আহত অবস্থায় একটি ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে এবং এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে টরন্টোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরো ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।
কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে গতকাল ৮০ জন যাত্রী
বহনকারী একটি বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান তুষারাবৃত রানওয়েতে উল্টে পড়ে আছে, আর যাত্রীরা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছেন। খবর দ্য গার্ডিয়ান।
এ দুর্ঘটনায় দুইজনকে গুরুতর আহত অবস্থায় একটি ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে এবং এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে টরন্টোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরো ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।
ডেল্টার সহযোগী প্রতিষ্ঠান এনডেভর এয়ার পরিচালিত ফ্লাইট ৪৮১৯ স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ টরন্টোতে অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বিমানে থাকা ৮০ জনকেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, কেবিন ক্রুরা যাত্রীদের উল্টে যাওয়া বিমান থেকে বের হতে সাহায্য করছেন, আর দমকল কর্মীরা বিমানের গায়ে পানি দিচ্ছেন।
দুর্ঘটনার কয়েক মিনিট পর বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়। তবে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পুনরায় চালু হয় বিমানবন্দরটি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) কানাডার পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী তুষারঝড়। গতকালও টরন্টোতে প্রচণ্ড ঠান্ডা ও শক্তিশালী বাতাস অনুভূত হয়। দুর্ঘটনার আগে বহু ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই দুর্ঘটনার তদন্তের জন্য একটি দল পাঠাচ্ছে। এই ঘটনা এমন সময় ঘটল যখন কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুটি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।